সৌদি আরবে জালালাবাদ এসোসিয়েশনের আল জুবাইল শাখার অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় মালাবার হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
জুবাইল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. জসীম উদ্দিন শামীমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. নুরুদ্দিন মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট উইমেনস মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ও জালালাবাদ এসোসিয়েশন রিয়াদ শাখার সভাপতি মো. কাপ্তান হোসেন।
প্রধান বক্তা ছিলেন আল জুবাইল কমিউনিটির সাধারণ সম্পাদক সোহেল আরমান। স্বাগত বক্তব্য রাখেন আল জুবাইল কমিউনিটির সাবেক সদস্য সচিব আবদু ছালাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জালালাবাদ এসোসিয়েশন আল-জুবাইলের প্রধান উপদেষ্টা ছাতির আলী তালুকদার, আল জুবাইল কমিউনিটির সাবেক আহব্বায়ক ছাদিকুর রহমান ভূইয়া।
রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদির হোসেন, জালালাবাদ এসোসিয়েশন আল জুবাইলের সিনিয়র সহ-সভাপতি আলীম উদ্দিন, কমিউনিটির উপদেষ্টা আবুল খায়ের, জালালাবাদ এসোসিয়েশন আল জুবাইলের প্রধান পৃষ্ঠপোষক মাসুক মিয়া, সুনামগঞ্জ জেলা প্রবাসী ঐক্য পরিষদ আল জুবাইলের সভাপতি আলতাফ শিকদার সহ-প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন আরিফুল ইসলাম বাবু, শেখ আবদুল মান্নান, আঃ আজিজ, সোয়াইব বিন আহাম্মেদ সোহেল, নাসিমুজ্জামান সোহেল, এস এম শফিউল আলম সফি, হেলাল উদ্দিন ভূইয়া, জালাল উদ্দিন, রাছেল খান সুমন, ইমরান খান, আতিক আহম্মেদ দানা, মুখলেছুর রহমান, মানিক মিয়া ও গায়াস আলী স্বপন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসী বাংলাদেশি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/ফারজানা