সিউলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কয়েকটি ক্যাটাগরিতে বাংলাদেশি ইপিএস কর্মী এবং পাঁচজন কোরিয়ান নিয়োগকর্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার সিউল দূতাবাস এ সম্মাননা প্রদান করেন।
সিউলে কেইবি হানা ব্যাংকের অডিটোরিয়াম হলে অনুষ্ঠানটি স্থানীয় সময় বিকাল ৩.৩০ থেকে শুরু হয়ে বিকাল ৬টায় শেষ হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, এইচ.আর.ডি কোরিয়া, কমওয়েলথ -এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দূতাবাসের লেবার অ্যাটাশে, বাংলাদেশি ইপিএসকর্মী এবং প্রবাসী বাংলাদেশিসহ প্রায় কয়েক শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।
বর্ণিল এ আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও কোরিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের এ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মকিমা বেগম দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। একই অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিবের বাণী পাঠ করা হয়। অন্যান্যদের মধ্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অব কোরিয়া, কেবিজ, ককমওয়েলের প্রতিনিধিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সর্বোচ্চসংখ্যক বাংলাদেশি ইপিএসকর্মী নিয়োগের জন্য পাঁচজন কোরিয়ান নিয়োগকর্তাকে সম্মাননা প্রদান করে সিউল দূতাবাস। বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি ইপিএসকর্মীকে সম্মাননা দেয়া হয়।
এ ছাড়া অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত সৃষ্টি কালচারাল একাডেমির মামুন ও তার দলের মুকাভিনয় নান্দনিক উপস্থাপনা সবাইকে মুগ্ধ করে। পরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইপিএস তথ্য সহায়িকা পুস্তিকার মোড়ক উম্মোচন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল