১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় মেলার আয়োজন করা হয়। আজ ২২ ডিসেম্বর দেশটির রাজধানী সিউলে কেইবি হানা ব্যাংকের চতুর্থ তলার এক হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ভুট্রো। সভা পরিচালনা করেন সাধারণ ময়মূর হোসেন ও শাখাওয়াত হোসেন সৈকত।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দক্ষিণ কোরিয়া শাখার নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দক্ষিণ কোরিয়া শাখার আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাসান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম ভুট্টো, বঙ্গবন্ধু পরিষদ ও চট্রগ্রাম এসোসিয়েশন সভাপতি মেক্সিন চৌধুরী,গোপালগঞ্জ সমিতির সভাপতি শেখ মুরাদ হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডেভিড ইকরাম, সিনিয়র নেতা ওবায়দুল ইসলাম , সিনিয়র আওয়ামী লীগ নেতা কাজী শাহ আলম, মনোজ প্রভাকর, শাহীন প্রমুখ বক্তব্য দেন। আরো উপস্থিত ছিলেন ফরিদ, রবিউল হোসেন, আরমান, বায়েস, নুরু জামান, রাহাতসহ আরো অনেক।
বিডি প্রতিদিন/হিমেল