বিজয় দিবস উপলক্ষে মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত সোমবার স্থানীয় সময় রাতে খেসুস ই মারিয়া সড়কে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। বক্তব্য রাখেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এস আর আই এস রবিন, কমউনিটি নেতা আসাদুজ্জামান রাজ্জাক, আব্দুস সাত্তার, জাকির হোসেন, লুতফুর রহমান, আবুল হোসেন, ইসলাম উদ্দিন পঙ্কি, সেলিম রেজা, আফসার হোসেন নিলু, রফিক খান, শামীম আহমদ, আব্দুল হামিদ সঞ্জু, আবু জাফর রাসেল, জগলু হোসেন প্রমুখ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আল আমিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম তাহের, সহ-সাধারণ সম্পাদক কাজী আলমগীর, সদস্য আলামিন ছমির, অর্থ সম্পাদক আবুল হাসেম মেম্বর, সহ অর্থ সম্পাদক জালাল হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক হানিফ মিয়াজী, প্রচার সম্পাদক আবু বাক্কার, সহ-প্রচার সম্পাদক আমির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের জাতীয় দিবসগুলো নিয়মিত আয়োজন ও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বাংলাদেশি নবপ্রজন্ম যাতে আত্মস্থ করে বেড়ে ওঠে, সেজন্য কার্যকর ভূমিকা রাখার উপর গুরুত্ব প্রদান করেন। আলোচনা সভা শেষে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক