যথাযোগ্য মর্যাদায় পর্তুগালের বন্দর নগরী পোর্তোয় বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় উৎসব ও পিঠা মেলা।
১৬ ডিসেম্বর পোর্তোর স্থানীয় সোল জুনিয়র প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বিজয় দিবস উদযাপন করা হয়। শতাধিক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে শাহ আলম কাজলের সভাপতিত্বে দিনের কর্মসূচি শুরু হয়।
আবদুল আলিম ও কপিল উদ্দিন শাকিলের প্রাণবন্ত যৌথ সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত, প্রবাসীদের সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালন করার মধ্য দিয়ে বিজয় উৎসব ও পিঠা মেলার সূচনা হয়।
পিঠা মেলায় পোর্তোর নারীরাও যেন পিছিয়ে নেই, তারা পরিচয় দিলেন তাদের রুচি এবং গুণের, ফুটিয়ে তুললেন তাদের নকশা, পরিবেশন করলেন ভাপা পিঠা, পাটিসাপটা, নকশীপিঠা, ফুল জরি পিঠা, খাজ-চমচম, নারিকেল-পুলি, গোশতের পুলি, ডিমের ঝাল পিঠা, ছিটরুটি পিঠা, খোলাজা পিঠা, রসগজা পিঠা, দুধ চিতই ও তেলের পিঠাসহ আরও কিছু পিঠা।
বিজয় উৎসব ও পিঠা মেলা শেষে বাংলাদেশের গৌরবের বিজয় দিবসে পোর্তোর স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দ ও পোর্তো প্রবাসী বাংলাদেশি।
বিডি প্রতিদিন/হিমেল