বাহরাইনে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বাহরাইনস্থ বাংলাদেশ সমাজ।
দিবসটি উপলক্ষে সোমবার বিজয় দিবসের প্রথম প্রহরে সংগঠনের কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের পর এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ সমাজ। সংগঠনের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ হাশেম।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি ফুয়াদ তাহের শান্তনু। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আহম।
বক্তব্য রাখেন আসিফ আহম্মদ, মাজহারুল হক নয়ন, মিসবাহ আহমদ, আইনুল হক, কাউছার আহমদ, নজরুল ইসলাম নাহিদ, মোঃ সুমন, অভিনাশ পাল, মোস্তাফা কামাল, দুলাল দাস, আলহাজ্ব আমির হোসেন, আকতার হোসেন কাঁচা মিয়া, বিষ্ণুপদদেব, সোহেল আহম্মদ, সেলিম প্রমূখ।
অনুষ্ঠানে সামাজিক কাজে অবদানের জন্য আয়োজক সংগঠনের যুগ্ম সম্পাদক মিসবাহ আহমদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দুই সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন