যথাযোগ্য মর্যাদায় ভিয়েনায় বিজয় দিবস উদযাপন করেছে ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাস প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এবং দূতালয় প্রধান জনাব তারাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স জনাব রাহাত বিন জামান, প্রথম সচিব মালিহা শাহজাহান, জোবায়দুল হক, জান্নাতুল ফরহাদ, ফারজানা ফরহাদ, রানা বখতিয়ার, সাইফুল কবির, রুহি দাস সাহা, বীর মুক্তিযোদ্ধা বায়েজীদ মীর, মোশারফ হোসেন আজাদ, পারবেজ মনোয়ার, কাঞ্চন মিয়া, মীর তরুনসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা।
আলোচনা সভার শুরুতে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করে শোনানো হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে এবং বর্তমান সরকারের বিভিন্ন সফলতা নিয়ে আলোচনা করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ