সিঙ্গাপুরে মাইগ্রেন্ট ওয়ার্কাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে। গত রবিবার পেঞ্জুরু রিক্রিয়েশন সেন্টারে সিঙ্গাপুর সময় বিকেল ৬ টায় সিঙ্গাপুরে কর্মরত প্রবাসীদের নিয়ে উদযাপিত হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা জুলহাস জুবায়ের। মাইগ্রেন্ট ওয়াকার্স'র সদস্য ও আয়োজক কমিটির প্রধান রিপন চৌধুরীর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কল্যান কাউন্সিলর আতাউর রহমান। সামা সামার কো-ফাউন্ডার কারি তামুরা এমন সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্যের পর ড্রিমস এরাইভড সঙ্গীত পরিবেশেন করেন। অনুষ্ঠানে মাইগ্রেন্ট ড্যান্সার গ্রুপের পরিবেশনায় মুক্তিযুদ্ধ বিষয় নৃত্যনাট্য সবাইকে বিমোহিত করে। এছাড়াও অনুষ্ঠানে ইন্দোনেশিয়া, ফিলিপাইনের অভিবাসীরা মন মাতানো গান ও নাচ পরিবেশন করেন।
অনুষ্ঠানে সিঙ্গাপুর প্রবাসী লেখক ওমর ফারুকী শিপনের ইংরেজি ভাষার বই মাইগ্রেন্ট লাইফ, স্টোরিস অব রিভারিস্ট-এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সিঙ্গাপুর মাইগ্রেন্ট ওয়াকার্স কবিতা প্রতিযোগিতা ২০১৯ বিজয়ী তিনজনকে ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও কারিগরি সহায়তায় ছিলেন এলাইন রকি ৷ অনুষ্ঠানের সহকারী উপস্থাপনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন নাজমুল খান।
অনুষ্ঠানটি আয়োজন এবং সুন্দরভাবে সম্পূর্ণ করার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন একঝাক তরুন প্রবাসী যারা সিঙ্গাপুরে কর্মরত প্রবাসীদের নিয়ে কাজ করে যাচ্ছেন সবসময়। তারা হলেন রিপন চৌধুরী, মোঃ শরীফ, ওমর ফারুকী শিপন, মিনহাজ, সাইফ তমাল, জিলানী, নিজাম, রিয়াজ, জাহাঙ্গীর, এলাইন রকি, রাশেদ, জাব্বির, সজীব, মামুন খান ও নাজমুল খান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ