বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ অভিযোগ করেছেন, ‘যে চেতনায় একাত্তরে বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেটি আজও অর্জিত হয়নি। বর্তমান সরকারের আমলে মানুষের কথা বলার স্বাধীনতা নেই। গণতন্ত্রের নাম-নিশানা মুছে ফেলা হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কে বিএনপির সহযোগী সংগঠন ‘যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরাম’র সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেকশনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের বিদায়ী সভাপতি শেখ হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে বিজয় দিবসের আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা কাজী আজম, ফিরোজ আহমেদ, জসীম ভূঁইয়া, এম এ সবুর, ফারুক হোসেন মজুমদার প্রমুখ।
আলোচনা সভা শেষে ফোরামের নতুন কমিটির নেতৃবৃন্দদের মঞ্চে এনে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন নাসিম আহমেদ এবং সেক্রেটারি মোতাহার হোসেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন