প্রতিবারের মতো বাংলাদেশের বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনে বাংলাদেশ স্কুলের উদ্যোগে ও দূতাবাসের সার্বিক সহযোগিতায় উদযাপিত হবে ২ দিনব্যাপী বিজয় মেলা।
আগামী ১৬-১৭ ডিসেম্বর স্থানীয় আ-লী নামক স্থানে অনুষ্ঠিত হবে এ মেলা। বাংলাদেশ দূতাবাস, বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে পরামর্শ ও আলোচনা সভার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি স্কুল মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এটি ঘোষণা করেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাফকাত আনোয়ার।
তিনি মেলা পরিচালনার জন্য ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও ফুয়াদ তাহের শান্তনুর নেতৃত্বের ৫১ সদস্যের একটি কমিটি ঘোষণা করেন। মেলায় ব্যবসায়ী সংগঠন, প্রতিষ্ঠান, কমিউনিটির সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ স্পন্সর করতে পারবে।
নূন্যতম প্রবেশ ফি ১-দিনার দিয়ে দর্শনার্থীরা পবেশ করে মেলা উপভোগ করতে পারবে। এতে থাকবে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, শিশুদের আকর্ষণীয় খেলা, ড্র বা লটারি, দেশীয় পিঠাপুলিসহ নানা রকমের খাবারের স্টল।
বিডি প্রতিদিন/ফারজানা