মালয়েশিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের কারী কাপালা রেস্টুরেন্ট'র হল রুমে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। মালয়েশিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন জোসেফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি কুয়ালালামপুরের সিনিয়র প্রফেসর ডাঃ এটি,এম ইমদাদুল হক ।
এসময় আরো বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না,মুক্তিযোদ্ধা হাজী মতিউর রহমান,মালয়েশিয়া আওয়ামী লীগ সাধারন সম্পাদক কামরুজ্জামান কামাল,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির,দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সিরাজ,আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমান,মোঃ মুরাদ চৌধু্রী,শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল,সিনিয়র সহ-সভাপতি শাহ আলম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,যুবলীগ সদস্য জহিরুল ইসলাম জহির,আল আমিন ডলার,রেজাউল হক লায়ন,মহানগর শ্রমিক লীগ সভাপতি ইলিয়াস আলী বুলু প্রমুখ ।
এসময় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ সহ-সভাপতি দাতো আক্তার হোসেন,মামুন অর রশিদ মামুন,দাতো আবুল কালাম,মোঃ আক্তার হোসেন,সেচ্ছাসেবক লীগ যুগ্ন-সাধারন সম্পাদক সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা রাজিব,কেপং শাখা আওয়ামী লীগ সভাপতি লিটন মাতবর সহ আওয়ামীলীগ, শ্রমিকলীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যাক নেতা কর্মী। এসময় বেশির ভাগ বক্তাই ৩রা নভেম্ভর জেল হত্যা দিবসেও সরকারী ছুটি ঘোষণা করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর