কক্সবাজার থেকে ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরার পথে ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে বোমা হামলার তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে বিএনপি মালয়েশিয়া শাখা।
মঙ্গলবার বিকাল ৫টা থেকেই কুয়ালালামপুর মহানগর বিএনপি'র উদ্যেগে স্থানীয় একটি রেস্টুরেন্ট এ চলছিল বিএনপি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠান ।হঠাৎ স্যেশাল মিডিয়ায় খালেদা জিয়ার গাড়ী বহরে আজও আবার হামলার খবরে তা তাৎক্ষণিক রূপ নেয় প্রতিবাদ সভায় ।
নাজমুল হুদা চৌধুরীর পরিচালনায় তাৎক্ষনিক প্রতিবাদ সভায় এসময় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি সভাপতি(একাংশ) মোঃ শহীদ উল্যাহ শহীদ,যুগ্ন-সাধারন সম্পাদক আবদুল্লাহ আল আমামুন লিটন,সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী সালাহ উদ্দিন,সহ সাধারন সম্পাদক মোঃ মিন্টু,বিএনপি নেতা আনোয়ার পারভেজ,যুবদল নেতা নাসির মোল্লাহ,ছাত্রদল নেতা এমদাদুল চৌধুরী তূর্য প্রমুখ ।
এসময় নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলাকারী আপরাধীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানান ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি সহসভাপতি মিজানুর রহমান,বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম,আব্দুল হামিদ,মোঃ শওকত,মঞ্জুরুল,ইউছুপ পাটোয়ারী,দ্বীন ইসলাম,হাসান আলী,আনোয়ার হোসেন সহ কুয়ালালামপুর মহানগর বিএনপি'র অন্যান্য নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৭/ ই জাহান