ইতালি যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ও ঢাকার কেরানীগঞ্জের সন্তান মরহুম স্বপন মিয়ার অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুবদল ইতালি শাখা গত সোমবার (৩০ অক্টোবর) রোমের তরপিনাতারা সেন্ট্রাল জামে মসজিদে বাদ ঈশা এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
ইতালি যুব দলের সভাপতি আমিনুর রহমান সালাম বলেন, যুবদলের পরিক্ষিত সৈনিক স্বপনের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। জানাজার পরে তার লাশ দেশে পাঠানো হয়েছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি স্বপনের শিশুসহ পরিবারের সবার জন্য দোয়া চান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইতালি যুবদলের সহ সভাপতি আহমেদ কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, তরপিনাতারা যুবদলের সভাপতি খান রবিনসহ ইতালি বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া এলাকাবাসীসহ অনেক মুসল্লিও এতে অংশ নেন।
বিডি প্রতিদিন/০১ নভেম্বর ২০১৭/এনায়েত করিম