বাংলাদেশের মতো কাতারেও শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। কাতারের একমাত্র বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের ৮২ জন শিক্ষার্থী এবারের জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে ৪২ জন ছাত্র এবং ৪০ ছাত্রী।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার প্রথমবারের মতো বাংলাদেশ স্কুল কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে জেএসসিসহ অন্যান্য কেন্দ্রীয় পরীক্ষা বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হতো।
স্কুলের অধ্যক্ষ জসিম উদ্দীন বলেন, ''স্কুলের নবনির্মিত ভবনে এবার জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এটি আমাদের জন্য আনন্দের বিষয়। শিক্ষার্থীরাও আনন্দময় পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারবে বলে আমরা আশা করছি।''
১ নভেম্বর কাতারের স্থানীয় সময় সকাল ৭টায় প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।
কাতারে বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমদ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানান।
এবছর পরীক্ষাকেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দূতাবাসের দ্বিতীয় সচিব আজগর হোসেন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্কুলের উপাধ্যক্ষ জুলফিকার আজাদ।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৭/মাহবুব