সাড়ে ৯ লাখ চীনাসহ এ বছর ৬ কোটি পর্যটক এসেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে। ১৯ ডিসেম্বর সোমবার সিটি প্রশাসনের সংশ্লিষ্ট দফতরের পক্ষ এ তথ্য প্রকাশের সময় বলা হয়, ৩১ ডিসেম্বর পর্যন্ত ১২ দিনে আরও ৩০ লাখ পর্যটক নিউইয়র্ক সিটিতে আসবে। সুইজারল্যান্ড, ইসরাইল, জাপান, যুক্তরাজ্য, কানাডাসহ ১৫টি দেশ থেকে সবচেয়ে বেশি পর্যটক আগমণ ঘটছে বলেও সিটি কর্মকর্তারা উল্লেখ করেন।
পর্যটকদের নিরাপত্তাসহ জেএফকে কিংবা লাগোয়ার্ডিয়া এয়ারপোর্টে অবতরণের পর ট্যাক্সি চালকদের আন্তরিক অভ্যর্থনাসহ নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার ঘটনাবলি নিউইয়র্ক সিটিতে ট্যুরিস্ট আগমণের হার টানা ৭ বছর যাবত বেড়েই চলেছে। গত বছর ৫ কোটি ৮৫ লাখ ট্যুরিস্ট এসেছিলেন এ সিটিতে। এর মধ্যে ৪ কোটি ৭৬ লাখ ছিলেন যুক্তরাষ্ট্রের অন্য রাজ্য থেকে আসা। ট্যুরিস্ট বৃদ্ধি পাওয়ায় গত বছর এই সিটির হোটেলসমূহে ৩ কোটি ৪৯ লাখ রুম ভাড়া হয়। ট্যুরিজম সেক্টরে কাজ করছেন ৩ লাখ ১৫ হাজার আমেরিকান। আগের বছরের চেয়ে তা ১৫ হাজার বেশি বলে সিটি প্রশাসন উল্লেখ করেছে।
ট্যুরিস্ট বৃদ্ধির ফলে এই সিটিতে ব্যবসা-বাণিজ্যেও গতি এসেছে-এ অভিমত পোষণ করেন সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো। তিনি বলেন, ট্যুরিস্টদের ভ্রমণ নিরাপদ করতে এই সিটির সর্বস্তরের নাগরিক অবিস্মরণীয় ভূমিকা রাখছেন।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৬/মাহবুব