যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান বলেছেন, 'প্রশাসনে নিযুক্ত জামাত-শিবিরের ক্যাডাররা এখনও মুক্তিযুদ্ধের চেতনা-বিনাশী ষড়যন্ত্রে লিপ্ত।এজন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বহনকারী বিমানে বিভ্রাট দেখা দিয়েছিল।এদেরকে চিহ্নিত করে প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থান থেকে সরিয়ে ফেলার সময় এসেছে।'
নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা-সমাবেশের প্রধান অতিথি হিসেবে মাহবুবুর রহমান এ মন্তব্য করেন।
অবিলম্বে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার ভ্রমণের জন্যে বিশেষ একটি বিমান ক্রয়ের জন্য মাহবুবুর রহমান সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি বলেন, ওরা ভাবছে, শেখ হাসিনাকে হত্যা করা গেলেই মুক্তিযুদ্ধের নাম-নিশানা মুছে ফেলা সম্ভব। ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙ্গে দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
১৮ ডিসেম্বর রবিবার রাতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ম্যানহাটান ব্যুরো ও চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিটের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ব্রুকলীনে গ্রিনহাউজ রেস্টুরেন্টের মিলনায়তনে। অনুষ্ঠানের শুরুতে জয় বাংলা স্লোগানেরর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুক্তিযোদ্ধারা।
এতে সভাপতিত্ব করেন মাইনুল পাটোয়ারি। সংবর্ধনা পাওয়া মুক্তিযোদ্ধাদের পক্ষে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন নূরনবী কমান্ডার, ড. এম এ বাতেন, মোজাহিদুল ইসলাম, শাহজাহান সিরাজী, তোফাজ্জল করিম, শরাফ সরকার, হাজী কামালউদ্দিন প্রমুখ।মমিনুল হক সুমনের পরিচালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিটের সভাপতি ইসমত হক খোকন।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা