৪৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)। রবিবার (১৮ ডিসেম্বর) রাতে রিয়াদের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রসাফ'র সভাপতি মোহাম্মদ আবুল বশির।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কামাল উদ্দিন, নাসির মোহাম্মদ খান, কাজী ইউসুফ, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ জাবেদ, প্রসাফ'র সিনিয়র সহসভাপতি আবু সাঈদ, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন প্রমুখ।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ব্যবসায়ী শাহজাহান সাজু, প্রসাফ'র দপ্তর সম্পাদক আব্দুল হালিম নিহন, সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শাহজালাল ভুট্টো, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন দিদার, শহীদুল ইসলাম, এম এইচ প্রিন্স আহমেদসহ প্রবাসী সাংবাদিক, রাজনীতিক এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ