সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ মোট তিন জন নিহত ও সাত জন আহত হয়েছে। এরা সবাই আল-হারাইমান কোম্পানির কর্মরত শ্রমিক ছিলেন।
শুক্রবার দুপুরে শারজাহ আল-মালিহা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের ফুজিরাহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন কাউছার আহম্মদ (৪০) বাংলাদেশি (ফটিকছড়ি), আল আমিন (৪০) মিশর ও বামতি কোমার (২৮) ভারতীয় (কলকাতা)।
আল-হারাইমান কোম্পানিরর সুপার জুনায়েত রহমান জানান, আমিরাতের আজমানে কোম্পানির একটি মিটিং শেষ তারা ফুজিরাহ যাওয়ার পথে শারজাহ আল-মালিহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৫