১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ দূতাবাস ইতালী। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছরের মত এবারও দিবসটি উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বীর মুক্তিযোদ্বা সাংবাদিক লুৎফর রহমান, আওয়ামী লীগ নেতা হেনরী ডি কস্তা, ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, আফতাব বেপারী, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সরদার লুৎফর রহমান, জামান মোক্তার, প্রচার সম্পাদক মান্নান মাতবর সহ আরও অনেকে। আলোচনা সভায় জাতীর জনক বঙ্গবন্ধুসহ নিহত বাংলার বীর সন্তানদের গভীর শ্রদ্বার সাথে স্মরণ করা হয়।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৬/হিমেল