মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়া শাখা।
সকালে মালয়েশিয়া যুবলীগের আহবায়ক তাজকীর আহমেদ ও যুগ্ন-আহবায়ক মনসুর আল বাশার সোহেলের নেতৃত্বে যুবলীগ নেতৃবৃন্দ মালয়েশিয়া বাংলাদেশ হাই হাইকমিশনের সামনে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগী শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দীর্ঘক্ষণ ব্যানার হাতে দাড়িয়ে মানববন্ধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া যুবলীগ নেতা মাসুদুল আলম রনি, আসফাকুল ইসলাম সোহেল, আকাশ, আমান উল্লাহ আমান, সাইফুল ইসলাম সৈকত, সাইফুল, মাহমুদ,হাকিম ভুঞা ,কামরুল, কাজল, মিজানুর রহমান, শরীফ, জহির উদ্দিন বাদশা, আলামিন ডলার, রায়হান রাজু ও প্রমুখ ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ