কানাডায় বসবাসরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থীদের সংগঠন বুয়েট এলামনাই অ্যাসোসিয়েশন কানাডা (বিএএসি) তাদের নেতৃত্ব নির্বাচনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। টরন্টোর কমিউনিটি সংগঠনগুলোর মধ্যে তারাই প্রথম আগাম এবং অনলাইনে ভোট গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করেছে।
আগামী শনিবার আট শতাধিক বুয়েট গ্র্যাজুয়েটের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বুয়েট এলামনাই এসোসিয়েশন’ এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩০৯২ ড্যানফোর্থ আভিনিউতে নিবন্ধিত ভোটাররা সশরীরে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে সংগঠনটি গত ১১ ডিসেম্বর থেকেই অনলাইনে ভোটগ্রহণ শুরু করেছে।
বুয়েট এলামনাই সূত্রে জানা যায়, নিবন্ধিত সদস্যদের জন্য অনলাইনে বা সশরীরে- যে কোনো একটি পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আর এই তাদের অনলাইন ভোটগ্রহণ পরিচালনার জন্য কানাডার মূলধারার একটি প্রতিষ্ঠিত অনলাইন নির্বাচন পরিচালনা প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে।
জানা যায়, অনলাইন নির্বাচন পরিচালনা প্রতিষ্ঠানটি নিবন্ধিত প্রত্যেক ভোটারের কাছে পাসওয়ার্ড, ইউজার আইডিসহ ইমেইলে একটি লিংক পাঠিয়েছে। ওই লিংকে ঢুকে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। ওই লিংকটি কেবল একবারই ব্যবহার করা যায় ফলে কারো কোনো ধরনের কারসাজি করার সুযোগ নেই।
গত ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া অনলাইন ভোটগ্রহণ ১৭ ডিসেম্বর দুপুর ২টা পর্যন্ত চলবে। ওই দিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু হবে সশরীরে ভোটাধিকার প্রয়োগ। নির্বাচন কমিশন সেই ভোটগ্রহণ পরিচালনা করবে। মোহাম্মদ রহমানক (রিপু) প্রধান নির্বাচন কমিশনার এবং খালেদ মামুন ও সৈয়দ সুলতানের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া নিবিড়ভাবে তত্ত্বাবধান করছে।
বুয়েট এলামনাইর নির্বাচনের আরেকটি মজার বিষয় হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেককেই ‘আমি কেন পরিচালক হতে চাই’- এই শিরোনামে একটি নিবন্ধ লিখে ১০০ ডলার ফিসহ মনোনয়নপত্র জমা দিতে হয়েছে।
বুয়েট এলামনাই অ্যাসোসিয়েশন কানাডার ১১টি পরিচালক পদে মোট ১৬ জন প্রার্থী হয়েছেন। তারা হলেন এ এম শহিদ উদ্দিন হীরন, দেলোয়ার হোসেন, ইফাত আরা, গাজী মোহাম্মদ গোলাম ফারুক, হাসিব খন্দকার, কামরুল ইসলাম, মনীষ পাল, মো. আমিরুল কায়েস, মো. আতিকুর রহমান,মো. হাবিবুর রহমান, মো. জাহাঙ্গীর চৌধুরী, মো. মনিরুজ্জামান আকন, মো. আবদুস সালাম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ সাব্বির হাসান,সাধন কুমার দাম। বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ায় ভাইস প্রেসিডেন্ট এ কে এম নুরুজ্জামানের এর হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। নির্বাচিত সদস্যরা তাদের মধ্য থেকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টসহ পরিচালনা পরিষদ চূড়ান্ত করবেন।
প্রবাসের সংগঠনগুলোর মধ্যে নানা ধরনের গ্রুপিং কোন্দলের মধ্যে বুয়েট এলামনাইর অনলাইন ভোটদান ব্যবস্থাসহ নির্বাচনী প্রক্রিয়া কমিউনিটিতে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব