অবৈধ অনুপ্রবেশের দায়ে মালয়েশিয়ায় ১০ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এই তালিকায় অন্যান্য দেশের আরও ৪৩ জন রয়েছেন।
বুধবার (১৪ ডিসেম্বর) দেশটির দায়রা বিচারক নরহায়াতি মোহাম্মদ ইউনো তাদের এক থেকে ছয় মাসের কারাদণ্ডের রায় দেন। ইমিগ্রেশন আইনের আওতায় গত নভেম্বরে তাদেরকে আটক করা হয়।
এই তালিকায় আছে রোহিঙ্গাসহ মিয়ানমারের ২৮ জন নাগরিক, ১১ জন ইন্দোনেশিয়ার, দুইজন ভিয়েতনাম, একজন করে নেপাল ও কম্বোডিয়ার। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগই কারখানা শ্রমিক বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
বাংলাদেশের ১০ জন ব্যক্তির মধ্যে কারো ভিসার মেয়াদ ছিল না, আবার কেউ কেউ অবৈধভাবে সেখানে অনুপ্রবেশ করেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ