প্রস্তাবিত একটি মসজিদ নির্মাণের পারমিট দিতে অস্বীকার করায় ভার্জিনিয়া স্টেটের কালপেপার কাউনটির বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গত সোমবার কালপেপার কাউনটির বোর্ড সুপার ভাইজারের বিরুদ্ধে ধর্মীয় বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কাউন্টির বিরুদ্ধে এই মামলা করে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে প্রায় ৭০ মাইল দূরে অবস্থিত কালপেপার কাউন্টিতে কোন মসজিদ নেই। দীর্ঘদিন ধরেই এই কাউন্টিতে বসবাসরত মুসলিম সম্প্রদায় অস্থায়ী স্থানে নামাজ আদায়সহ অন্যান্য ধর্মীয় কাজ সম্পন্ন করে আসছেন। একটি স্থায়ী মসজিদ নির্মাণের জন্য কালপেপার কাউন্টি থেকে জমি ক্রয় করে ইসলামিক সেন্টার অব কালপেপার। জমি ক্রয়ের পর সেখানে মসজিদ নির্মাণের সময় কালপেপার কাউন্টি মসজিদের পয়ঃনিষ্কাশন পারমিট দিতে অস্বীকার করে। ফলে সেখানে মসজিদ নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। আর এতে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে বলে মত দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ফলে ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপের অভিযোগ এনে কালপেপার কাউন্টির বিরুদ্ধে সোমবার মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং অনতিবিলম্বে মসজিদের পয়ঃনিষ্কাশন পারমিট দেয়ার জন্য কাউন্টিকে নির্দেশ প্রদান করে।
উল্লেখ্য, ক্রয়কৃত জমিতে মসজিদ নির্মাণের জন্য ইসলামিক সেন্টার অব কালপেপার এর আবেদনের পরিপ্রেক্ষিতে কাউনটির বোর্ড ৪-৩ ভোটের মাধ্যমে প্রস্তাবিত মসজিদ যাতে নির্মিত না হতে পারে সেজন্য মসজিদের পয়ঃনিষ্কাশন পারমিট দিতে অস্বীকার করে। এর ফলে কালপেপার কাউন্টিতে প্রথমবারের মত নির্মিতব্য মসজিদ নির্মাণ বন্ধ হয়ে যায়। পরে ইসলামিক সেন্টার অব কালপেপার অভিযোগ দায়ের করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে। গত সোমবার ধর্মীয় বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে কালপেপার কাউন্টির বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং অনতিবিলম্বে মসজিদের পয়ঃনিষ্কাশন পারমিট দেয়ার জন্য কাউন্টিকে নির্দেশ প্রদান করে।
বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ