সাবেক ছাত্রলীগ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল স্মরণে কানাডা আওয়ামী লীগ গত রবিবার টরেন্টোর ৩০৯২ ডেনফর্থ এভিনিউতে এক শোক সভার আয়োজন করে। কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুল গাফফারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, আহাম্মদ হোসেন, মনির হোসেন বাবু, ঢাকা জেলা ছাত্রলীগের সহ সভাপতি ওবায়দুর, মরশেদ আহাম্মদ মুক্তা, মাসুদ আলী লিটন, সুদীপ সোম রিঙ্কু, রাধিকা রঞ্জন চৌধুরী, ইমরুল ইসলাম প্রমুখ।
সাবেক ছাত্রনেতা সোহেল শাহরিয়ার রানার উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন আব্দুল মান্নান, নিতাই ঘোষ , ফারহানা শান্তা ।
সভায় বক্তারা বলেন, মাহাবুবুল হক শাকিল ছিলেন একজন মেধাবী নির্মোহ এবং সৎ নেতা। ছাত্র নেতা হিসাবে স্বৈরাচার বিরোধী সক্রিয় ভূমিকা রেখেছেন এবং তার বলিষ্ঠ লেখনী উদ্ভুদ্ধ করেছে অন্যকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবেও নিজেকে মুক্ত রেখেছেন সকল অনৈতিকতার সংস্পর্শ থেকে।
অনুষ্ঠানে শাকিলের লেখা কবিতা আবৃত্তি করেন সোহেল শাহরিয়ার রানা এবং আহাম্মদ হোসেন। সভাপতি সৈয়দ গাফফার শাকিলের কর্ম প্রেরণা এবং স্বাধীন লেখার প্রসংশা করে বলেন, শাকিল ছিলেন এক অসাধারণ কর্মী। শোকের পাশাপাশি শাকিলের নৈতিকতাটিকে গ্রহণ করলেই তার বিদেহী আত্মার প্রতি সঠিক সম্মান দেখানো হবে। সবশেষে এক দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি আজজুর রহমান প্রিন্স।
বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ