কুয়েতে চট্টগ্রাম প্রবাসীদের সর্ব-বৃহত্তম সংগঠন চট্রগ্রাম সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। কুয়েত সিটির গুলশান হোটেলে আয়োজিত দোয়া মাহফিলে পবিত্র এই দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা আবু বকর ছিদ্দিকী।
সংগঠনের সভাপতি হাজী জাফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল আলমের সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস. এম. আবুল কালাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) আব্দুল লতিফ খান, দূতাবাস প্রধান আনিসুজ্জামান ও সংগঠনের সহ-সভাপতি মোরশেদ আলম বাদলসহ অসংখ্য ধর্মপ্রাণ প্রবাসী। মাহফিল শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা