যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কার্যকরী কমিটির কর্মকর্তাগণের নাম ঘোষণা করা হয়েছে। প্রবাসে বিএনপির রাজনীতির পরিপূরক জনমত সুসংহত করার অভিপ্রায়ে গত কয়েক বছর ধরেই নিউইয়র্কে তৎপর রয়েছে এই ফোরাম।
ফোরাম সভাপতি সারোওয়ার খান বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাইদুর খান ডিউকের পরিচালনায় গত রবিবার কমিটি গঠন প্রক্রিয়ার সাথে যুক্তদের এক সভায় ঘোষিত নয়া কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি নাছিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি বিলাল চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুকুল, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মো. নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ করিম মিলন। আর প্রধান উপদেষ্টা হয়েছেন এ কে এম রফিকুল ইসলাম ডালিম।
এ সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন রাফেল তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, আলহাজ গোলাম হোসেন, ড. নূরল আমিন পলাশ, ফারুক হোসেন মজুমদার, এ কে এম রফিকুল ইসলাম ডালিম প্রমুখ।
কমিটি গঠনের ক্ষেত্রে নেতৃবৃন্দ ফোরামের প্রচলিত রীতিনীতি মেনে তাদের মেধা-প্রজ্ঞা এবং অতীত অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ কাজটি সম্পন্ন করেছেন বলে উল্লেখ করা হয়। কমিটির ঘোষণা শেষে রাফেল তালুকদার তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রে জাতীয়তাবাদী চেতনা বিকাশে ফোরামই হচ্ছে একমাত্র সংগঠন যেটি সাংগঠনিক সকল রীতিনীতি মেনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
ফোরাম নেতৃবৃন্দ সাম্প্রতিক বাংলাদেশে বর্তমান সরকার শহীদ জিয়ার মাজার সরানোর যে উদ্যোগ নিয়েছে তার প্রতিবাদ জানান। সেই সাথে রোহিঙ্গা মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে সে বিষয়েও উপস্থিত সকল নেতৃবৃন্দ প্রতিবাদ করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ