কমিউনিটির এক ডজনেরও বেশি সাংস্কৃতিক সংগঠনকে সঙ্গে নিয়ে মহান বিজয় দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছে উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডা।
আগামী ১৭ ডিসেম্বর ৯ জড রোডের রয়্যাল কানাডীয়ান লিজিয়ন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার ঘোষণা অনুসারে, তাদের বিজয় দিবসের অনুষ্ঠানে ক্কনন, অন্য থিয়েটার, সুর, সুকন্যা নৃত্যাঙ্গন, নৃত্যকলা কেন্দ্র, ইত্তেলা-মিঠুন ক্রিয়েটিভ ল্যাব, সিম্ফনি মিউজিক একাডেমি, কল্পলোক শিল্পকুঞ্জ, ইতিহাস দেশ ও সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টো সেন্ট্রাল এবং পোয়েম ওয়ার্ল্ড অংশ নিচ্ছে।
এই প্রসঙ্গে উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার সভাপতি মামুনুর রশীদ বলেন, কমিউনিটিতে আমরা পারষ্পরিক সহযোগিতা এবং সহমর্মিতার সাথে সাংস্কৃতিক আন্দোলন এবং কর্মকান্ড পরিচালনা করি। বিজয় দিবসের আয়োজনেও আমরা কমিউনিটির অন্যান্য সংগঠনগুলোকে আমন্ত্রন জানিয়েছি। তারা আমাদের সাথে একত্রে বাংলাদেশের বিজয় উদযাপন করতে সম্মত হয়েছে।
তিনি বলেন, কমিউনিটির সংগঠনগুলোর ঐক্য মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক আন্দোলনকেই শক্তিশালী করবে। তিনি সবাইকে উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানান।