কুয়েতে দুই বাংলার লেখকদের সমন্বয়ে কাজ করে যাচ্ছেন ডাক্তার অশোক দেব। তার সম্পাদনায় বাংলা সাহিত্য পত্রিকা মেলবন্ধন’র ৮ম প্রকাশনা উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। আরও উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের উপপ্রধান- শ্রী শুভাশিস গোলদার, মর্নিং গ্লোরি বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুলের সভাপতি শহিদ ইসলাম পাপুলসহ দুই বাংলার অসংখ্য প্রবাসী ও বিভিন্ন দেশের সাহিত্য প্রেমীরা।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও ভারতীয় শিল্পীদের গান পরিবেশনের পাশাপাশি স্প্যানিশ নৃত্যশিল্পী সিলভিয়া মোরের, ভারতীয় গায়ক শ্রী সৈকত চট্টোপাধ্যায়, রিদম ডান্স গ্রুপ ও বাংলাদেশি স্কুলের শিশু শিল্পীরা নাচ-গান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রী সতীশকুমার এবং শ্রীমতী রীতু নাথ।
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর, ২০১৬/ আফরোজ