'মিরসরাই সমিতি ইউএসএ ইনক' এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০১৭-২০১৮ সালের জন্য এ কার্যকরী কমিটি গঠন করা হয়। গত ২০ নভেম্বর জ্যামাইকা পানসী রেষ্টুরেন্টে সমিতির উপদেষ্টাদের সমন্বয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতির দায়িত্ব পান কাজী আশারাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ডা. রেজাউল করিম শামীম।
এছাড়া সভায় ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তারা হলেন সহ-সভাপতি আসিফুর রহমান, আহমেদ হোসেন মুন্না, সহ-সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন, মহি উদ্দিন লাবু, কোষাধ্যক্ষ বলাই লাল শর্মা, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী খান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল আহমেদ, সমাজ কল্যান সম্পাদক সাইফুদ্দিন ভূঁইয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম ভূঁইয়া (মিল্টন), মহিলা সম্পাদিকা তাহমিনা ফারুক, সহ-মহিলা সম্পাদিকা নাসরিন আক্তার, দপ্তর সম্পাদক সোহরাব শিবলু আনোয়ার, নির্বাহী সদস্য আরিফুল হাসান, নাসির উদ্দিন, কামাল উদ্দিন, আনোয়ার ভূঁইয়া পারভেজ, মাহতাব উদ্দিন মিঠু, মনজুরুল হক ও নাজিম উদ্দিন ফারুক।
একই সভায় সমিতির উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। এরা হলেন উপদেষ্টা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপদেষ্টা গোলাম সামদানী, মনির আহমেদ, নুরুল আনোয়ার, মিজানুর রহমান জাহাঙ্গীর, জিএম ফারুক, জয়নাল আবেদীন জাহাঙ্গীর, হাফিজুল ইসলাম ও আমজাদ হোসেন ভূঁইয়া।
নব গঠিত কমিটির সভাপতি কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক ডা. রেজাউল করিম শামীম জানান, মিরসরাইয়ের সুখে দুঃখে আমরা সব সময় ছিলাম এবং থাকবো।
এই জন্য সমিতির সর্বস্তরের সদস্যদের সহযোগিতা কামনা করেন তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ