আগামী সোমবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শুরু হতে যাচ্ছে বিশ্ব পানি সম্মেলন। দুই দিনব্যাপী এ পানি সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেয়ার জন্য বুদাপেস্ট আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর হাঙ্গেরী সফরকে ঘিরে ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ সে দেশে যাচ্ছেন। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি বলেন, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাঙ্গেরিতে অভ্যর্থনা জানাতে ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আসবেন। ইউরোপ আওয়ামী লীগের পক্ষ থেকে সুন্দর ও সুশৃঙ্খল সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দশ গুপ্ত , যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম , শামীম হক , হাসনাত মিয়া ,জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল হক চৌধুরী সাবু , সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ , জাহিদুল ইসলাম উল পুলক ফ্রান্স আওয়ামী লীগ এর সভাপতি এম, এ কাশেম , সাধারণ সম্পাদক মুজিবর রহমান ,সাবেক সভাপতি বেনজির আহমেদ সেলিম , নাজিমুদ্দিন , সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম , আতিকুজ্জামান ইতালি আওয়ামী লীগ এর সভাপতি ইদ্রিস ফরাজী , সাধারণ সম্পাদক হাসান ইকবাল ,হল্যান্ড আওয়ামী লীগ এর সভাপতি শাহাদাত হোসেন তপন , সাধারণ সম্পাদক মুরাদ খান , বেলজিয়াম আওয়ামী লীগ এর সভাপতি শহিদুল হক , সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন , যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান সোহেল ,সাবেক সভাপতি বজলুর রশিদ বুলু, এম এ সালাম সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর আহবায়ক ইমরান খান মুরাদ , সদস্য সচিব এম রহমান , অস্ট্রিয়া আওয়ামী লীগ এর সভাপতি হাফিজুর রহমান নাসিম , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , আহমেদ ফিরোজ , ডেনমার্ক আওয়ামী লীগ এর সভাপতি ইকবাল হোসেন মিঠু , সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া , নরওয়ে আওয়ামী লীগ এর সভাপতি রুহুল আমিন মজুমদার , সাধারণ সম্পাদক মফিজুর রহমান , ফিনল্যান্ড আওয়ামী লীগ এর সভাপতি আলী রমজান , সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ,সুইডেন আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক মিরাজ হোসেন , সদস্য সচিব লাভলু মনোয়ার ,জাহাঙ্গীর কবির , ড. ফরহাদ আলী খান ,মাসুম বারী ,শফিকুল এলাম লিটন , হেদায়েতুল ইসলাম , গ্রীস আওয়ামী লীগ এর আহবায়ক রাকিব মৃধা , সদস্য সচিব মিজানুর রহমান , পর্তুগাল আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম জসিম সাধারণ সম্পাদক শওকত ওসমান ,সহসভাপতি মহসিন উদ্দিন ভূঁইয়া স্পেন আওয়ামী লীগ এর সভাপতি শাকিল খান পান্না ,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন , আখতার হোসেন আতা , রিজভী আলম , এ এস আই রবিন সহ শখানেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ বুদাপেস্টে শেখ হাসিনাকে অভ্যর্থনা দিতে যাচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৫