আগামী ২৭ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ফেডারেল সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিব খান, শ্রাবন্তি অভিনীত ও বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’ ।
ছবির মুক্তি উপলক্ষে ফেডারেল সিনেমা হলে আগামী রবিবার দুপুর ১টায় 'শিকারি'র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে বলে আয়োজক সংস্থা এমবিসি ফিল্ম প্রোডাকশন এসডিএন বিএইচডি সূত্রে জানা গেছে।
প্রিমিয়ার শো অনুষ্ঠানে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি ও নায়ক শাকিব খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও আয়োজক সংস্থা থেকে জানানো হয়েছে ।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মী ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন ।
বিডি-প্রতিদিন/ ২৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৭