ধর্ম ও জাতিগত বিদ্বেষমূলকভাবে বাংলাদেশি প্রবাসীদের যদি হয়রানির পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে আমেরিকার সুপ্রিম কোর্টে মামলা করবেন বলে হুমকি দিয়েছেন নবগঠিত কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী।
বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সে আমেরিকার সুপ্রিম কোর্টের প্রখ্যাত এ এটর্নী আরও বলেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যা খুশি তাই করতে পারবে না। যুক্তরাষ্ট্রের সংবিধান ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকারের সুরক্ষা দিয়েছে। ট্রাম্প যা খুশি তাই করতে চাইলে সুপ্রিম কোর্ট অবশ্যই সংবিধানকেই সমুন্নত রাখবে এবং সে পথেই আমরা হাঁটার পরিকল্পনা করছি।
দুই দিন আগে নিউইয়র্ক মেয়র বিল ডি ব্লাসিয়োও এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের অসাংবিধানিক ও ধর্মীয় বিদ্বেষমূলক পদক্ষেপকে আইনী লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন।
এটর্নী মঈন চৌধুরী বলেন, তবে যারা অপরাধ করেছেন এবং একইসঙ্গে যাদের অভিবাসনের বৈধতা নেই তাদের ব্যাপারে কিছুই করার নেই। প্রেসিডেন্ট ওবামাও গত আট বছরে এ ধরনের আট লক্ষাধিক অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দিয়েছেন।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর, ২০১৬/ফারজানা