বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, জাসাস, ছাত্রদলের উদ্যোগে শনিবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস ও ব্রুকলিনে পৃথক দুটি বিক্ষোভ মিছিল হয়।
ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিলুপ্ত যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ আবু তাহের, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ মাহফুজুল মাওলা নান্নু, বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন, বিএনপি নেতা আবুল বাশার, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, এডভোকেট আরিফ, আবু সুফিয়ান, নূর মোহাম্মদ, আবুল কাশেম, শাহীন সিদ্দিকী, মার্শাল মুরাদ প্রমুখ।
জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য দেন বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপি’র প্রধান উপদেষ্টা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির মহাসচিব জসিম উদ্দিন, স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন হাজী নুরুল ইসলাম, নিউইয়র্ক স্টেট বিএনপি’র সহ-সভাপতি নাসির উদ্দিন শরিফ, আখতার হোসেন মঞ্জু, আলহাজ্ব শহিদুল ইসলাম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হক আজাদ, সিটি বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন, সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান জীবন শফিক, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল বারী তিতাস, সাবেক ছাত্রনেতা এমএ জিন্নাহ, মহিলাদল নেত্রী নিরা রাব্বানী, যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবির, মো. আনিস, মো. রইস উদ্দিন, মো. আশিক তালুকদার, আলমগীর হোসেন মৃধা, মো. কাইয়ুম, মো. হুমায়ুন কবির, মো. মনির হোসেন, সাইফুল মাস্টার, ছাত্রদল দাউদকান্দী থানা যুগ্ম সম্পাদক মাইন উদ্দিন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অব বাংলাদেশ (ডেব’র) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিফ চৌধুরী পাপ্পু, নিউইয়র্ক স্টেট বিএনপি’র প্রচার সম্পাদক মো. নাঈম, পাভেল মিয়া, মো. আলমগীর, আব্দুর রশিদ, কিবরিয়া সরকার, মোক্তার হোসেন, আবু কায়সার ভূঁইয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৭