ইতালিতে জাতীয় ক্রীড়া সংস্থার আয়োজনে আসন্ন অ্যাম্বেসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আলোচনা সভা ও অংশগ্রহণকৃত দলগুলো গ্রুপ পর্যায়ে বণ্টন করা হয়। গতকাল রোমের তরপিত্তারাস্থ সুন্দরবন রেস্তোরাঁর হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম মাঝি।
সাধারণ সম্পাদক আ. রশিদের পরিচালনায় অ্যাম্বেসি গোল্ডকাপকে সফল করার লক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ সভাপতি আবু তাহের, প্রতিষ্ঠাতা সদস্য আবু সাইদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. হাসান, উপদেষ্টা মোজাম্মেল হক পাটোয়ারী, সদস্য আতিয়ার রসুল কিটন, প্রচার সম্পাদক আহম্মেদ সিজিল, অল ইউরোপ প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সহকারী পরিচালক মুহিব হাসান, সদস্য সাইফুল সরকার, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন,মহিলা সংস্থা ইতালির সভানেএী শান্তা শিকদার, সাধারণ সম্পাদক আরিফা, সাংবাদিক শিমুল রহমানসহ আরও অনেকে। আটটি দলকে এ, বি গ্রুপে ভাগ করা হয়।
আগামী ২৭ নভেম্বর উদ্বোধনী খেলায় কুমিল্লা ভিক্টোরিয়া বনাম নবীন ক্লাব অংশগ্রহণ করবে। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল এস এবং আরও অনেক টেলিভিশন। সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মাঝি আসন্ন খেলা উপভোগ করার জন্য রোমের বাংলা কমিউনিটির প্রতি আহ্বান জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০২