বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল শেষে রোমে ফিরে প্রেস কনফারেন্স করেছে ইতালি আওয়ামী লীগ। বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে এবং প্রবাসীবান্ধব সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রবাসীদের কাছে তুলে ধরতে সংবাদ সম্মেলন করে ইতালি আওয়ামী লীগ। গতকাল রোমের তরপিনাত্তারাস্থ একটি হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ বক্তব্য রাখেন ইতালি আয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল। এসময় সরকারের উন্নয়ন আর সাফল্যগাঁথা সাংবাদিকদের মাঝে তুলে ধরেন বক্তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সর্বইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে.এম. লোকমান হোসেন, সদস্য হোসনে আরা বেগম, ইতালি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ খান, সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, নজরুল ইসলাম মাঝি, মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর হোসেন বাবুল, সরদার লুৎফর রহমান, দপ্তর সম্পাদক হাবীব মকদম, সাংস্কৃদিক সম্পাদক ওয়াহিদ কাঞ্চন আব্দুল্লা, সর্বইউরোপ বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোজামেল হক পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, রোম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলীল বন্দুকসী, শ্রমিক লীগের সভাপতি হান্নান মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইয়াসমিন আক্তার রোজী, সাধারণ সম্পাদক নয়না আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি গোলাম মোস্তফাসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০২