‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক বা না থাকুক জনগণের সেবা করে যাওয়া স্বেচ্ছাসেবীদের মূল কাজ। সেচ্ছায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে মুক্তিকামী মুক্তিযোদ্ধারা যেভাবে সংগ্রাম করে গেছেন স্বেচ্ছাসেবক লীগের সকল কর্মীদের একইভাবে কাজ করে যেতে হবে।’
গতকাল আরব আমিরাত আবুধাবী ও বেদা জায়েদ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আবুধাবী সেচ্ছাসেবক লীগের নেতারা এ কথা বলেন।
মোসাফফাহ রেড চিলি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত সভায় তারা আরও বলেন, বাংলাদেশ ৪৪ বছরে অনেক দূর এগিয়ে গেছে। খাদ্য থেকে শুরু করে অনেক ক্ষেত্রে বিশ্বের কাছে একটি মডেল দেশ হিসেবে পরিচয় লাভ করেছে। আগামীতে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য দেশ ও প্রবাসে একসঙ্গে কাজ করে যেতে হবে।
সংগঠনের সভাপতি শেখ শাহ আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল মাঝির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক আবুধাবী শাখার ম্যানাজার আব্দুর রাজ্জাক মোল্লা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমিরাত সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল হোসেন, সোলতান আহমেদ সোহাগ, সাইমুল ইসলাম সবুজ, প্রকৌশলী মোহাম্মদ আলী, শুকুর মিয়া, আকবর বাদশা, শফিক, মিলন ফকির, সোহেল রানা প্রমুখ।
এসময় বক্তারা আগামী পৌর নির্বাচনে আওয়ামী লীগের সকল পৌর মেয়রকে বিজয় করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৫/ রশিদা