মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বাঙালীর সোনালী অর্জন স্বাধীনতাকে অম্লান ও সমুন্নত রাখার প্রত্যয়ে প্রিয় জন্মভূমি বাংলাদেশের ৪৫তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক সংস্থা (বাপ্রসাস) সৌদি আরব।
শনিবার রাত ৯টায় রাজধানী রিয়াদের ক্ল্যাসিক রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সৈয়দ আলাউদ্দিন আলী।
বাপ্রসাস সভাপতি সিনিয়র সাংবাদিক অহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ খানের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, সম্প্রতি রিয়াদে বিজয় মেলার নামে তথাকথিত সাংবাদিক ফোরামের বিতর্কিত কর্মকাণ্ড প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে। সৎ-বস্তুনিষ্ট-সঠিক ও সময়োপযোগী সংবাদ প্রকাশে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম, যা প্রবাসের মাটিতে নিজ দেশকে তুলে ধরার সুযোগ করে দেয়। বাপ্রসাসের প্রতিটি সদ্যসদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস-ঐতিহ্য সমুন্নত রেখে কলম সৈনিক হিসেবে গণতন্ত্রের সেবকরূপে কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক সংস্থা (বাপ্রসাস)-কে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন বক্তারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজাউল করিম, সাংবাদিক ইকবাল হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব আবুল বাশার মৃধা, এম আর মাহবুব, ডা.কাজী মাসুদুর রহমান, এম এ সালাম,মোহাম্মদ আলী নূর, বেলায়েত হোসেন, এম এ জলিল, শওকত ওসমান, কামাল পাটোয়ারী, শহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম, শরিফ হোসেন,ইয়াছির আরাফাত, দেওয়ান ইউসুফ, বখতিয়ার মোহাম্মদ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাগর চৌধুরী, মোর্শেদ রানা, রুহুল আমিন, মফিজুর রহমান কবির, এ কে আজাদ লিটন, এম জসীম উদ্দীন, আলমগীর মাসুদ, জামাল উদ্দিন সুমন প্রমুখ।
অনুষ্ঠানে বাপ্রসাসের সদ্যসরা ছাড়াও বিভিন্ন প্রিন্ট-অনলাইন-ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিসহ বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
বিডি-প্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৫/ রশিদা