বরাবরের মতো এবারও লাল-সবুজের বর্ণিল সাজে দুবাইয়ের ক্রিক পার্কে স্বদেশী বিজয় দিবস উদযাপন করল বাংলাদেশ সোশ্যাল ক্লাব দুবাই।
‘অন্তরে অনুভবে লাল সবুজের বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে বিজয় উদযাপনের লক্ষ্যে শুক্রবার ক্রিক পার্কের চার নম্বরে গেইট সংলগ্ন এলাকায় সোশ্যাল ক্লাব সদস্যদের সঙ্গে মিলিত হন দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি। উৎসবে আগত অভিবাসীরা পোষাকীয় ভাব-ভঙ্গিতেও লাল-সবুজকে ফুটিয়ে তুলেন।
সকাল ১১ টা থেকে এ আয়োজন চলে সন্ধ্যা অব্দি।
প্রথমে সমবেত জাতীয় সঙ্গীত গেয়ে মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করা হয় মূল অনুষ্ঠান। সবার সরব উপস্থিতিতে ১৯৭১ থেকে ২০১৫ পর্যন্ত সব কটি সালের সংখ্যা লিখা বর্ণিল প্ল্যাকার্ড আর ফেস্টুন হাতে সবাই মেতে উঠে বিজয় উল্লাসে। উৎসবে অংশগ্রহণকারীদের বিনোদনের জন্য আয়োজন করা হয় ফেস পেইন্টিংসহ নানান বিনোদনমূলক খেলাধুলা। শিশুদের ‘চেয়ার দখল’ খেলাটি তার মধ্যে ছিল অন্যতম। খেলায় বিজয়ী হয় আনন্দ ও অম্লান। কানিজ ফাতেমা পপি শিশুদের চোয়ালে বাংলাদেশের পতাকা একে অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তোলেন।
মামুন রেজা ও ইমাম হুসেইন জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক বাবস্থাপনায় ছিলেন সোশ্যাল ক্লাবের সভাপতি নওশের আলি, নজরুল ইসলাম, আলি আহসান, জাহাঙ্গীর আলম রুপু ও মুস্তাফিজুর রহমান শোয়েব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ডঃ তানভির মনসুর, সমাজসেবক ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন