বিজয়ের ৪৪ বছর পালনে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে সকালে পতাকা উত্তোলন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন, এনডিসি, পিএসসি (অব.)। পরে বাংলাদেশ দূতাবাসের মালটিপারপাস হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মহান মুক্তিযোদ্ধে শহীদদের সম্মানে নীরবতা পালন করা হয়। কাউন্সিলর এস এম মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা এট্যাসি ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর শ্রম আবদুল লতিফ খান, ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব আনিস উজ্জামান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারী। এ সময় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন, এনডিসি, পিএসসি (অব.) বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন সফলতার চিত্র তুলে ধরেণ উপস্থিত প্রবাসীদের কাছে। তিনি দেশের স্বার্থে সবাইকে একসাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার আহ্বান করেন।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা