মিডিয়া, সাংস্কৃতিক সংগঠন এবং কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কানাডা শাখার মতবিনিময় সভা গত রবিবার সন্ধায় টরন্টোর ডেনফোর্থের মিজান কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উদীচী কানাডার কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা প্রবাসে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্বারোপ করেন। একইসঙ্গে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল সাংস্কৃতিক শিল্পী কর্মী ও সংগঠকদের সহযোগিতায় প্রবাসে বাঙালী সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য উদীচী কানাডা তার প্রয়াস অব্যাহত রাখবে বলে ঘোষণা দেন।
উদীচী কানাডার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় সংসদের সদস্য আজিজুল মালিক, উপদেষ্টা পরিষদের পক্ষে নাসির-উদ-দুজা এবং সাধারণ সম্পাদক সৌমেন সাহা বক্তব্য রাখেন। এতে কমিউনিটির সাহিত্য সাংস্কৃতিক, রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকগণ অংশ নেন।
সভায় বলা হয়, প্রবাসের ভিন্ন সংস্কৃতির ভীড়ে বাংলা সংস্কৃতিকে সমুন্নত রাখতে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ভেতর দেশজ সংস্কৃতির শেকড় প্রোথিত করতে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। উদীচী কানাডা সেই লক্ষ্যে কাজ করে যাবে।
উপদেষ্টা পরিষদের পক্ষে ডাকসুর সাবেক এজিএস নাসির-উদ-দুজা তার বক্তব্যে উদীচীর গঠনতন্ত্র ও আদর্শ ঊর্ধ্বে তুলে ধরে কেন্দ্রীয় নির্দেশনা মেনে সত্যেন সেনের আদর্শ বাস্তবায়নে সচেষ্ট থাকার জন্য সকল সদস্যের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান। তিনি তার বক্তব্যে প্রবাসী বাঙালী সমাজের সকল সচেতন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃাতিক ব্যাক্তিবর্গকে যার যার নৈতিক অবস্থানে থেকে উদীচী কেন্দ্রীয় সংসদের অনুমোদিত কমিটি ও তার নেতৃবৃন্দকে সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম বলেন, উদীচী একটি রাজনীতি সচেতন দেশপ্রেমিক সাংস্কৃতিক সংগঠন। আর এই সংগঠনের দরজা সকল নেতাকর্মীর পাশাপাশি স্বাধীনতার স্বপক্ষের সকল মানুষের জন্য সর্বদা উন্মুক্ত থাকবে।
বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব