উদীচীর যুক্তরাষ্ট্র শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস বলেন, ‘একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের দিন যেমন খুশী ও আনন্দে উদ্বেলিত হয়েছিলাম, ঠিক একইভাবে আনন্দে আত্মহারা হয়েছি দুই শীর্ষ ঘাতক সাকা চৌধুরী এবং মুজাহিদকে ফাঁসিতে ঝুলানোর সংবাদ দেখে। খুশীর এ ঢেউ গোটা বাঙালির মধ্যে ছড়িয়ে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এজন্যে প্রবাসের সর্বস্তরের বাঙালির পক্ষ থেকে শেখ হাসিনা এবং তার সরকারকে অভিনন্দন।’
গতকাল রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় ঘাতক সাকা চৌধুরী এবং মুজাহিদকে ফাঁসিতে ঝুলানোর পরিপ্রেক্ষিতে আনন্দ-উচ্ছাসের লাগাতার কর্মসূচির দ্বিতীয় দিন যুক্তরাষ্ট্র উদীচীর উদ্যোগে ‘শেখ হাসিনা ও তার সরকারকে অভিনন্দন’ জানানো হয়। গণসঙ্গীতের ফাঁকে বিশিষ্টজনরা এতে বক্তব্য রাখেন। উদীচীর সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ, লেখক ও সমাজ সংগঠক বেলাল বেগ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ড. এম এ বাতিন, সমাজ-সংগঠক নাসিুমন্নাহার নিনি এবং মুজাহিদ আনসারী, আওয়ামী লীগ নেতা এম এ মালেক প্রমুখ।
উদীচীর শিল্পীরা মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া সঙ্গীত পরিবেশন করেন।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৫/ রশিদা