একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে দেশের দুই শীর্ষ যুদ্ধাপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদ্ল কার্যকর করায় অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিরা উল্লাস সমাবেশ করেছে।
গতকাল রবিবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উরবানলরিস প্লাসে তারা আনন্দ-উল্লাসে ফেটে পড়েন। চিৎকার করে বলতে থাকেন, ‘ফাঁসি ফাঁসি সাকা-মুজাহিদের ফাঁসি। সাকা তুই রাজাকার তুই রাজাকার। মুজাহিদ তুই রাজাকার তুই রাজাকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
সমাবেশে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, বাঙালি-অস্ট্রিয়ান হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহী দাস সাহা, সাংবাদিক সামছুল ইসলাম, কমিউনিটি নেতা আবদুল জলিল, আকতার হোসেন, একেএম সওকত আলী, শফিকুল ইসলাম, মিজানুর রহমান শ্যামল, বখতিয়ার রানা, শাহ কামাল, নয়ন হোসেন, আমিনুল ইসলাম, শাইফুল হক, মাহবুব খান শামীম, এস এম সাইফুজামান, এহশানুল হক হেলাল, ইমরুল কায়েস মানিক, আশরাফুজ্জামান, আশিকুল বারী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৫/ রশিদা