ফ্রান্সের ইতিহাসের বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে প্যারিসের রিপাবলিক চত্বরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্স বৃহত্তর কুমিল্লা সমিতি। গত বৃহস্পতিবার এই শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ফ্রান্স বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি সরকার মিজানুর রহমান, উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, আহবায়ক ইব্রাহিম খলিল, যুগ্ন আহবায়ক অধ্যাপক অপু আলম, ফ্রান্স প্রবাসী কুমিল্লার কৃতি সন্তান কমিউনিটি ও রাজনৈতিক নেত্রী শামীমা আক্তার রুবী, ফ্রান্স প্রবাসী কুমিল্লাবাসী মো. মনিরুল হক শিকদার, মো. রফিক প্রমুখ।
এই সময় বক্তারা বলেন "প্যারিসসহ বিশ্বের অন্যান্য জায়গায় যারা ইসলামের নাম ব্যাবহার করে হামলা করে শত শত মানুষ নির্মমভাবে হত্যা করছে তারা কোনভাবেই প্রকৃত মুসলিম হতেই পারে না। সন্ত্রাসীদের কোন জাতি বা ধর্ম নেই তারা শুধু সন্ত্রাসী। তারা মানবতার শত্রু সকল ধর্মের শত্রু। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি, সেই সাথে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পড়িবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।"
উল্লেখ্য, সম্প্রতি প্যারিসের বর্বরোচিত সন্ত্রাসী হামলায় হতাহতের পর প্যারিসের অন্যতম মানবাধিকার চত্বর রিপাবলিকে নিহতদের প্রতি গোটা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সংগঠন ও ব্যাক্তির পাশাপাশি ফ্রান্সের বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও প্রবাসীরা ব্যাক্তিগতভাবে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন প্রতিনিয়ত। একদিকে যেমন জানানো হচ্ছে শ্রদ্ধা, অপরদিকে সন্ত্রাসকে ব্যাপকভাবে জানানো হচ্ছে ঘৃণা ও প্রতিবাদ।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব