ফ্রান্সের রাজধানী প্যারিসে গত শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন প্রতিদিন হাজারো মানুষ। মর্মান্তিক ওই ঘটনার পরদিন অর্থাৎ শনিবার ভোর থেকে প্যারিসের প্লাস দুলা রিপাবলিকে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে বিরতিহীনভাবে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন করেছেনপ্রবাসী বাঙালিরাও। একইসঙ্গে তাঁরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।
প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে প্লাস দুলা রিপাবলিকে মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ইউনেস্কোর সাধারণ সম্মেলনে যোগ দিতে আসা বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান, যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিক এম এ গণি, প্রশান্ত বড়ুয়া, অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক ও সাংবাদিক এম. নজরুল ইসলাম, ইতালি প্রবাসী রাজনীতিক হাসান ইকবাল, জাহাঙ্গীর ফরাজী, আবদুর রব মিন্টু, বেলজিয়াম প্রবাসী রাজনীতিক বজলুর রশিদ বুলু, আবদুস সালাম, ডেনমার্ক প্রবাসী রাজনীতিক ডা. বিদ্যুৎ বড়ুয়া, স্পেন প্রবাসী শাকিল খান পান্না, পর্তুগাল প্রবাসী খন্দকার রফিকুল ইসলাম।
এছাড়া ফ্রান্স প্রবাসী রাজনীতিক আবদুল্লাহ আল বাকী, বেনজীর আহমেদ সেলিম, নাজিমউদ্দিন আহমেদ, মো. আবুল কাসেম, ওয়াহিদ বার তাহের, এম এ কাশেম, ফয়সাল ইকবাল, মহসিনউদ্দিন খান লিটন, জকির হোসেন ভুঁইয়া, জিয়াউল হক নাসির চৌধুরী, মজিবুর রহমান, দেলোয়ার হোসেন কয়েস, মো. আতিকজ্জামান, মিজানুর রহমান চৌধুরী মিন্টু, সালে মোহাম্মদ, মনজুরুল হাসান সেলিম, কবি মোস্তফা হাসান, রানা চৌধুরী, আলী হোসেন, শেখ শাজাহান সারু, শাজাহান রহমান, তিপলু ফকির, নুরুল আবদিন, রাজ্জাক মোল্লা, আমিন খান হাজারী, মিজান সরকারসহ প্রবাসী বাঙালিদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০০৫/মাহবুব