আদালত যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে বৃহত্তর আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল সংগঠন ও ওয়াশিংটন প্রবাসীরা।
রায় প্রকাশের পর ওয়াশিংটন প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেনেতৃবৃন্দ বলেন, সাকা ও মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখায় আবারও প্রমাণ হয়েছে যত বাধা, ষড়যন্ত্রই হোক যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে বর্তমান সরকার কোনো আপোষ করে না। কোন শক্তিই এই রায় কার্যকরকে বাধাগ্রস্থ করতে পারবে না।
ওয়াশিংটনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালের নির্বাচনে জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবেন। সে প্রতিশ্রুতি অনুযায়ী ধারাবাহিকভাবে বিচার হচ্ছে, কার্যকরও হচ্ছে। এই ধারাবাকিতায় আমরা সব যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করে ৩০ লাখ শহীদের আত্মাকে শান্তি দেব। বাংলাদেশকে কলঙ্কমুক্ত করবো।
বিবৃতিতে স্বাক্ষর করেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত সভাপতি সাদেক খান, ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আমর ইসলাম, নুরুল আমিন নুরু, আকতার হোসাইন, করিম বাচ্চু, মোহাম্মদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হারুন উর রশীদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলমগীর সোহেল, আইন বিষয়ক সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন