দুবাইয়ের ল্যান্ডমার্ক হোটেলে গতকাল বুধবার রাতে গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুবাই শাখার সভাপতি আলহাজ মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাজাদা আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ (মা.জি.)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএই কমিটির সাধারণ সম্পাদক জানে আলম, দুবাই শাখার সিনিয়র সহ সভাপতি আবু সিদ্দিক, দুবাই শাখার উপদেষ্টা মাওলানা সেলিম উদ্দিন, ইউএই শাখার সহ সভাপতি মোহাম্মদ হারুন, শারজাহ শাখার সভাপতি মোহাম্মদ আজম, সহ-সভাপতি মাওলানা আবদুল কাদের, আজমান শাখার সভাপতি বাহাব উদ্দিন বাবু, ওমান শাখার সধারণ সম্পাদক মোহাম্মদ সামছুল আলম, কাজী মোহাম্মদ আলী, আজম খান, আবদুল কাদের প্রমুখ।
নাছিম উদ্দিন আকাশ ও মাওলানা সেলিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুবাই শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কালাম বাবু, আতাউর রহমান, সাইফুল ইসলাম তালুকদার, আলহাজ মোহাম্মদ সাইফুল আলম প্রমুখ।
পরে প্রধান অতিথি নতুন কমিটিতে পুনরায় মাওলানা ফজলুল কবির চৌধুরীকে সভাপতি ও মাও. সেলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৫/ রশিদা