প্যারিসে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত ফরাসীদের উৎসর্গ করার মাধ্যমে মঙ্গলবার ইউনেস্কোর ৭০ বছর পুর্তি উপলক্ষে লিডার্স ফোরাম সম্মেলন অনুষ্ঠিত হয়। প্যারিসে অবস্থিত ইউনেস্কো সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ফ্রান্সে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশের সঙ্গে ইউনেস্কোর সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি এখন অত্যন্ত পরিষ্কার। অর্থনীতি ও আর্থসামাজিক বেশির ভাগ সূচকে বাংলাদেশ ছাড়িয়ে গেছে দক্ষিণ এশিয়াকে। নিম্ন আয়ের দেশগুলোকে ছাড়িয়ে গেছে অনেক আগেই।একটি জনবহুল ও নিম্ন আয়ের দেশ হিসেবে বাংলাদেশ যেভাবে প্রবৃদ্ধির সঙ্গে দারিদ্র্য দূর এবং বৈষম্য কমানোকে সংযুক্ত করেছে, তা অত্যন্ত উল্লেখযোগ্য। সবাইকে অন্তর্ভুক্ত করে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ এখন উদাহরণ দেওয়ার মতো একটি দেশ।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনেস্কো ডিরেক্টর জেনারেল ইরিনা বকোবা। মাল্টা প্রেসিডেন্ট মারি লুইসি, স্লোভাকিয়ার সহ প্রধানমন্ত্রী মিরোস্লাব লাজেক, আজারবাইজান প্রেসিডেন্ট ইলাহম আলিয়াব, আমেরিকা প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে ক্রিস্টাল নিক্স হিন্স, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদসহ বিশ্বের ক্ষমতাধর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রদান এ সম্মেলনের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ ১৮ নভেম্বর, ২০১৫/ রশিদা