সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ বাংলাদেশ সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্প্রতি শহরটির সিটি টাওয়ার হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠােনে সংগঠনের সভাপতি রানা জ্যোতি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন।
মাহাবুবল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিদারুল আলম, শাখাওয়াত হোসেন বকুল। ফিরোজ উদ্দিনের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেলাল উদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি হাজী নুরুল আজিজ চৌধুরী প্রমুখ। পরে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে অভিষিক্ত করা হয়।
উল্লেখ্য, ২০১৫-২০১৬ সালের কার্যকরী কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন রানা জ্যোতি চাকমা সভাপতি, সহ সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক বকতেয়ার উল ইসলাম, যুগ্ন সম্পাদক বেলাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবল হক মাহবুব। এছাড়া উপদেষ্ঠা পরিষদের মধ্যে উপদেষ্ঠা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি হাজী নুরুল আজিজ চৌধুরী, উপদেষ্ঠা নির্বাচিত হন সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মনোজ কুমার বড়ুয়া।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৫/ রশিদা