পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া সিটিতে ১১ দিনব্যাপী ‘ফিলাডেলফিয়া এশিয়ান-আমেরিকান ফিল্ম ফেস্টিভেল’-এ বাংলাদেশের চলচ্চিত্র ‘জালালের গল্প’ দর্শক-শ্রোতার হৃদয় জয় করেছে। বাংলাদেশের গ্রামীণ জনপদে কুটিল বিষয়াবলীর আলোকে সম্পূর্ণ ভিন্নধর্মী এ চলচ্চিত্র দেখার পর বক্তব্য দেন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকা বিষয়ক উপদেষ্টা ড. নীনা আহমেদ। এ সময় তিনি বাংলাদেশের তরুণ চলচ্চিত্র পরিচালক আবু শাহেদ ইমনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ নানাভাবে সামনে এগিয়েছে, এগোচ্ছে। কাহিনীভিত্তিক এবং জীবনধর্মী চলচ্চিত্র ‘জালালের গল্প’ এ উৎসবে সে সাক্ষ্যই দেবে বলে আশা করছি।’
ড. নীনা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে অধ্যয়নের পর পরিচালক আবু শাহেদ ইমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-লাক্রোসেস-এ পড়েছেন কম্যুনিকেশন ডিপার্টমেন্টে। এখন পড়ছেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। এমন একজন উদ্যমী তরুণের নির্মিত এই ছবির মধ্য দিয়ে বাংলাদেশের সৃষ্টিশীল কর্মের ইমেজ আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে বলে আশা করছি।’
উৎসবের চতুর্থ দিন ১৫ নভেম্বর রবিবার প্রদর্শিত হলো বাংলাদেশের চলচ্চিত্র ‘জালালের গল্প।’ ভিন্ন মেজাজের এ চলচ্চিত্র হলভর্তি দর্শক-শ্রোতার বিপুল প্রশংসা কুড়িয়েছে। ১১ দিনের এ উৎসবে এশিয়া মহাদেশের বাছাই করা ছবি প্রদর্শিত হচ্ছে। বাংলাদেশ থেকে ৮৮তম অস্কার পুরস্কারের জন্যে মনোনীত ‘জালালের গল্প’ এতে স্থান পেল। বাঙালি ছাড়াও ভিনদেশী দর্শকেরাও আপ্লুত হয়েছেন ভিন্ন এক আমেজে ছবিটি উপভোগ করে।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৫/ রশিদা