ফ্রান্সের রাজধানী প্যারিসের গার দু নর্দে শনিবার বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ফ্রান্স শাখা গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে। ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ তাহেরের পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
সভায় বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সহ-সভাপতি সাহেদ আলী, সিরাজুল ইসলাম, মমতাজ আলো, শাহজামাল, সাংগঠনিক সম্পাদক জালাল খান, ইলিয়াছ মুক্তি পরিষদের আহ্বায়ক মফিজ আলী, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সিরাজুল ইসলাম মিসবাহ, কোষাধক্ষ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শ্যামল দাস সানী, মুক্তিযোদ্ধা সম্পাদক জামাল খান ওমর গাজী, সাইনুর ইসলাম, মনোয়ার হোসেইন প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান বকুল, শামীমা আক্তার রুবি, আক্তারুজ্জামান সাগর, খোরশেদ আলম, তোফায়েল আহমদ, ফরিদ আহমদ, হুমায়ুন কবির, সাইফুল ইসলাম, নুরল ইসলাম কামাল, মো. শামীম, মুহিবুর রহমান, ইমরানসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৫/ রশিদা